মোঃ শাহ আলম সিদ্দীক্ব: ৩০-১২-২০১৬ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন নাটোর জেলার উদ্যোগে " ডেসটিনি গ্রুপের এমডি ও চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তি, সকল ব্যাংক এ্যাকাউন্ড খুলে দেয়া,ব্যবসায়িক সকল কার্যক্রম চালুর দাবিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মো. জলিল সিকদার সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ইকবাল হাসান ইয়াকুব, জেলা প্রতিনিধি, ডিএসএমএফ গ্রীন, নাটোর।
সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন, শাম্মি রহমান,আল-আমিন, ইসতিয়াক আহম্মেদ,রকি আহম্মেদ,আতিকুর নায়েম রেজা শাহ পাহলবিসহ আরোও অনেকে।
এছাড়াও অত্র জেলার বিভিন্ন থানার থানা প্রতিনিধি, ডেসটিনির সাধারণ ক্রেতা,পরিবেশক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, গত প্রায় পাঁচ বছর ধরে আমরা বিনিয়োগকারীরা মানবেতর জীবন যাপন করছি। অথচ ডেসটিনির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা মেয়াদ শেষ হওয়ার আগে টাকা ফেরত চাইনা এবং ডেসটিনির মুক্তির দাবি করেন। ডেসটিনি কর্তৃক আমরা ক্ষতিগ্রস্ত নয় বিধায় আমরা ডেসটিনিততে কাজ করতে চাই।
ডেসটিনির সকল ব্যাংক এ্যাকাউন্ড খুলে দিয়ে ব্যবসায়িক সকল কার্যক্রম চালু করে দিতে সরকার প্রধানদের নিকট জোর দাবি তোলেন।এবং অনতিবিলম্ব ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তির জোর দাবি তোলেন বক্তারা।
ডেসটিনির সকল ব্যাংক এ্যাকাউন্ড খুলে দিয়ে ব্যবসায়িক সকল কার্যক্রম চালু করে দিতে সরকার প্রধানদের নিকট জোর দাবি তোলেন।এবং অনতিবিলম্ব ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তির জোর দাবি তোলেন বক্তারা।
পরিশেষে সভা প্রধানের সমাপনি বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

