মোঃ শাহ আলম সিদ্দীক্ব: ৩০-১২-২০১৬ রোজ শুক্রুবার সকাল ১০ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন নাটোর জেলার উদ্যোগে ডিএসএমএফ গ্রীনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নাজিমুদ্দিন জুয়েল স্যারের পিতার আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
গত ২১-১২-২০১৬ সকাল ০৮ ঘটিকায় ডিএসএমএফ গ্রীনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতা এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে গমন করেন। তাঁর পিতার অকাল মৃত্যুতে নাটোর জেলার পক্ষ থেকে গভির শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্বার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করা হয়।

