জেএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

Unknown
সেবা ডেস্ক:  জেএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দিনাজপুর শহরের রাজবাড়ীতে শাবনুর বেগম (১৩) নামে এক পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
 
শাবনুর দিনাজপুর শহরের রাজবাড়ী মাস্টারপাড়া এলাকার জাহিদুর রহমানের কন্যা এবং সে শহরের ক্রিসেন্ট কিন্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিপ্ল­ব জানান, দিনাজপুর শহরের ক্রিসেন্ট কিন্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাবনুর এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 
 
বৃহস্পতিবার প্রকাশিত পরীক্ষার ফল তার কাঙ্ক্ষিত না হওয়ায় ওই দিন সন্ধ্যায় সে ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাবনুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পুলিশ রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top