সেবা ডেস্ক: স্বামীকে ছাড়া একাই শপিং মলে গিয়েছিলেন। এই 'অপরাধে' শিরশ্ছেদ করা হয়েছে এক নারীর। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে।
ওই নারীর স্বামী ইরানে কর্মরত। তাই কিছু কেনাকাটার জন্য একাই শপিং মলে গিয়েছিলেন আফগানিস্তানের সার-ই-পুলের বাসিন্দা ওই নারী। ওই নারীকে একা দেখে, ঘিরে ফেলে বেশ কিছু জঙ্গি। স্বামীকে ছাড়া কেন শপিং মলে এসেছেন, সেই প্রশ্ন করেই শিরশ্ছেদ করা হয় ওই নারীর।
সার-এ-পাল প্রদেশের গভর্নর জাবিউল্লাহ আমানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই হামলার পেছনে তালেবান রয়েছে। কারণ, গোটা প্রদেশটাই তালিবানদের দখলে। কিন্তু তালেবানরা ওই ঘটনার দায় অস্বীকার করেছে। ওই ঘটনার সঙ্গে নিজেদের কোনো যোগ নেই বলে দাবি করেছে তালেবান জঙ্গিরা।