ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

Unknown
সেবা ডেস্ক:  ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা রবিউল ইসলাম ( ৪৫ ) নিহত হয়েছেন। তিনি আজিজুর রহমান মণ্ডলের ছেলে বলে জানা গেছে। 
 
বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি আহত হন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় আনার যাওয়ার পথে তিনি মারা যান। 
 
হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, বৃহষ্পতিবার মাগরিবের আযানের পর নিহত রবিউল ইসলামের  ভাতিজা আরজুর সঙ্গে একই গ্রামের সবেদ আলির ট্রাক্টরের ভাড়া পরিশোধ নিয়ে ঝগড়া হয়। এ সময় রবিউল ভাতিজা আরজুকে ট্রাক্টর ভাড়া পরিশোধ করতে বলেন। এতে ভাতিজা ক্ষিপ্ত হয়ে চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে আজ সকাল সাড়ে ৬টার দিকে রবিউল মারা যান।
 
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে ওসি জানান। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top