সুচির সঙ্গে বৈঠক করে ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার মন্ত্রী রেতনো মারসুদি

Unknown
সেবা ডেস্ক:  মিয়ানমারের ইয়াঙ্গুনে সোমবার বৈঠক করছেন আসিয়ান দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা। বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সাং সু চি এই বৈঠকের আয়োজন করেছেন।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যোগ দিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে রাতেই ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সেনা অভিযানে বহু রোহিঙ্গাকে হত্যা ও ধর্ষণের অভিযোগের পর এ নিয়ে নীরবতা দেখানোয় শান্তিতে নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হচ্ছে।
 
প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে তৈরি হয়েছে দারুণ চাপ, বিশেষ করে মালয়েশিয়া সরকার সরাসরি অভিযোগ করেছে, রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং এজন্য দায়ী ইয়াঙ্গুনের সরকার। এরকম প্রেক্ষাপটে মিজ সু চি আজ সেখানে আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ডেকেছেন শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে কথা বলবার জন্য।
 
বিবিসির জানিয়েছে, আসিয়ানের বৈঠকে কোন সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আলোচনা হবার ঘটনা অত্যন্ত বিরল। এদিকে বৈঠকে যোগদানের জন্য এই মুহূর্তে মিয়ানমারে থাকা ইন্দোনেশিয়ান পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা যাচ্ছে আজ রাত সাড়ে ন'টার দিকে মিজ মারসুদি ঢাকায় পৌঁছাবেন। তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক করবেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিজ মারসুদির একটি সৌজন্য বৈঠক হবে বলেও শোনা যাচ্ছে। 
 
সীমান্তবর্তী রাষ্ট্র হবার কারণে রাখাইন প্রদেশে চলমান সহিংসতার প্রভাব বাংলাদেশে পড়ছে। প্রায় প্রতিদিনই প্রাণ বাঁচানোর তাগিদে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আসছে। অনেককেই ফিরিয়ে দেয়া হচ্ছে। তারপরও বিজিবির নজরদারি এড়িয়ে যে পরিমাণ শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে এখন অবস্থান করছে, জাতিসংঘের হিসেবে তার সংখ্যা হবে অন্তত ২৭ হাজার।-বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top