কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ডি,এইচ,এম,এস ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা/২০১৬ইং সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

G M Fatiul Hafiz Babu


ডাঃ জি,এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

কুড়িগ্রাম জেলা জুড়ে এক মাত্র হোমিওপ্যাথিক  চিকিৎসা শিড়্গা প্রতিষ্ঠান “ কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল” খালিশা কালোয়া, দাসের হাট, কুড়িগ্রাম এর ডি,এইচ,এম,এস ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিড়্গার্থীদের পরীড়্গ/২০১৬ সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে।

সরেজমিনে দেখা যায় মোট ২৯০জন শিড়্গার্থী পরীড়্গায় অংশগ্রহন করে। উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যড়্গ ডাঃ মোঃ ইয়াকুব আলী সরদার এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে অনেকেরই অভিমত।

তিনি আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সরকারের সহযোগীতা প্রত্যাশা করে সাংবাদিকদের সাড়্গাৎকারে জানান, এ কলেজটি এখন পর্যনত্ম অবহেলিত ।

 সরকারী ভাবে একটু সাহায্য-সহযোগীতা পেলে কলেজটি অনেক এগিয়ে যাবে। কলেজটির ১ম সমস্যা একাডেমিক ভবন। বাউন্ডারী ওয়াল, আউট ডোরে ঔষধ সমস্যা, আসবাবপত্রের স্বল্পতা ইত্যাদি।

 বর্তমান সরকারের ঔষধ প্রশাসনের কর্মকর্তা, বর্তমান কুড়িগ্রাম জেলা প্রশাসক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান এর নিকট আকুল আবেদন কলেজটির সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসবেন বলে আমি বিনীতভাবে অনুরোধ করছি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top