সেবা ডেস্ক: নবীন খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে শুরু হয়েছে বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট ২০১৬। রবিবার বরিশালে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে টুর্নামেন্ট শুরু হয়।
বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।দেশের সকল বিভাগ থেকে একটি করে একাডেমী ফুটবল দল, বিকেএসপির তৃণমূল প্রকল্পের ১টি দল ও বিকেএসপির একটি দল সহ মোট ১০ টি দল নিয়ে লিগ কাম নক-আউট ভিত্তিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিটি দল এখানে নুন্যতম ৪টি খেলায় প্রতিযোগিতা করার সুযোগ পাবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখ। যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার খেলার পুরস্কার বিতরণ করবেন।
