সেবা ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৮০ জন মানুষ।
আফগানিস্তানের ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ নাসের মেহরি বলেন, একটি বাস জ্বালানিবাহী ট্রাককে মহাসড়কে ধাক্কা দিলে কমপক্ষে ১৪ জন নিহত হয়। সেই দুর্ঘটনায় আহত হয় আরো ৪০ জন। বাসটি পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশ থেকে রাচধানী কাবুলের দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে শনিবার সন্ধ্যায় নিমরোজ প্রদেশে বাস উল্টে ৪ জন নিহত হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩৬ জন ব্যক্তি। নিমরোজ গভর্নরের মুখপাত্র জানিয়েছেন,চালক অত্যধিক গতিতে বাস চালানোর কারণে সেটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা হয়। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়মিত ঘটনা। অপরিকল্পিত রাস্তা ও বেপরোয়া চালকের কারণে প্রতিবছর হাজারো মানুষ মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়। এপি।
