সাইফ কন্যা সারা হৃতিকের গার্লফ্রেন্ড

Unknown
সেবা ডেস্ক:  সাইফ কন্যা সারার বলিউড অভিষেকের খবর শোনা যাচ্ছে বেশ কয়েকমাস ধরে। এবারের খবর হলো অভিনয়ে সারা আসছে, এবং সেটা জনপ্রিয় অভিনেতা হৃতিকের সঙ্গেই। ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
 
সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। হৃতিককে নিয়ে অগ্নিপথ সিনেমা বানিয়েছেন করণ মালহোত্রা। এবার তাকে নিয়েই নতুন একটি কমেডি-ড্রামা তৈরি করবেন করণ। আর এতে তার বিপরীতে থাকবেন ২৪ বছর বয়সী সারা।
 
এরআগে গুঞ্জন রটে টাইগার শ্রোফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় আসছেন সারা। তারপরের গুঞ্জন ছিল শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে দ্য ফল্ট ইন আওয়ার স্টার সিনেমার রিমেকে সারা অভিনয় করছেন এমন খবরে। তবে এবার দেখার বিষয়, কতখানি সত্যি হয় সারা-হৃতিক’কে একসঙ্গে পাচ্ছেন সিনেভক্তরা।
 
ভারতীয় গণমাধ্যমে বলছে বড় ধরনের প্রজেক্টের মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। তার প্রথম সিনেমা হবে করণ মালহোত্রার একটি কমেডি সিনেমা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top