শেরপুর প্রতিনিধি: শেরপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক র্যালি কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা কালেক্টরেট মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা উলামা লীগের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, মাইসাহেবা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আকরাম হোসেন, গোজাকুড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জামাল উদ্দিন, কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা মোঃ হামিদুল্লাহ প্রমুখ।
