শেরপুর প্রতিনিধি: শেরপুরে নবাগত পুলিশ সুপার রফিকুল হাসান গণির সাথে প্রেসক্লাব কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার রফিকুল হাসান গণি।
এ সময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ।
তাই আইন-শৃঙ্খলা পরিসি'তিসহ সার্বিক অবস্থার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। তিনি সাংবাদিকদের মতামতের প্রেক্ষিতে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিসি'তি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন সংরক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার খন্দকার লাবনী।
এই সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
