এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে সচেতন নাগরিক কমিটির (সনাক)-টিআইর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর সোমবার সনাক কার্যালয়ে সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আতিকুর রহমান। কর্মশালায় তথ্য অধিকার আইন কি, আইনের প্রয়োগের পদ্ধতি, আইনের গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সামেদুল ইসলাম তালুকদার, দৈনিক জনতা প্রতিনিধি লাল মোহাম্মদ, প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, বৈশাখী টিভির প্রতিনিধি বিপ্লব দে কেটু, চ্যানেল নাইন প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, রুপসী বাংলার স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আহসান, নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, দৈনিক দিনকাল প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক বর্তমান প্রতিনিধি সানী ইসলাম প্রমুখ। কর্মশালায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবি বক্তিবর্গরাও অংশ গ্রহণ করেন।
