এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত আসনে
প্রার্থী হয়েছেন ঝিনাইগাতী উপজেলা
মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী। তার জমজমাট প্রচারনায় এগিয়ে রয়েছেন তিনি। এখানে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। এলাকার ভোটারদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
নির্বাচনকে সামনে রেখে নির্ঘুম রাত দিন পার করছেন
প্রার্থীরা। এলাকার লোকজনদের
সঙ্গে দেখা সাক্ষাৎ ও
ভোটারদের মন জয়ের
জন্য ঘুরছেন দ্বারে দ্বারে। করছেন মতবিনিময় সভা। অন্যদের
মতো ব্যস্ত ঝিনাইগাতী থেকে ২নং ওয়ার্ডের সরক্ষিত মহিলা আসনের প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আয়শা সিদ্দিকা রুপালী। নির্বাচনের
জন্য তিনি পেয়েছেন ফুটবল প্রতীক। গত কয়েক
দিন ধরেই তিনি নির্ধারিত ইউনিয়নগুলোর মেম্বারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। ঝিনাইগাতীর
পরিচিত মুখ হওয়ায় সবার সমর্থন ও ভালোবাসায় সিক্ত
হচ্ছেন তিনি।
জয়ের ব্যাপারে আশাবাদী আয়শা সিদ্দিকা রুপালী বলেন, অনেক ব্যস্ততায়
সময় পাড় করতে হচ্ছে। আর প্রত্যেকটা নির্বাচন মানেই হার জিতের লড়াই। স্বাভাবিকভাবে ভেতরে টেনশন কাজ
করে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে তিনি আরো বলেন, অতীতে আমি ঝিনাইগাতীসহ শেরপুরে নারী উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতিসহ দরিদ্র নিরসনে কাজ করেছি। আল্লাহর রহমতে জনগনের ভোটে আমি
বিজয়ী হবো। কারন শেরপুরের মানুষ আমাকে চিনেন ও ভালবাসেন। আশা করি
ভোটারদের দোয়া, সহযোগিতা ও ভোট
পাব ইনশাল্লাহ!
