ডিএসএমএফ গ্রীন বগুড়ার গাবতলি থানার উদ্যোগে টিম মিটিং অনুষ্ঠিত

S M Ashraful Azom
৩০-১২-২০১৬ রোজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত গাবতলি থানার উদ্যাগে সাপ্তাহিক টিম মিটিং অনুষ্ঠিত হয়।

জনাব মো. জহুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে টিম মিটিং এর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. হারন অর রশিদ আহবায়ক,ডিএসএমএফ গ্রীন গাবতলি, বগুড়া। 

সমসাময়িক ও সাংগঠনিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন জনাব মো. আবু রাসেল সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন গাবতলি বগুড়া।

এছাড়াও অত্র থানার থানা কমিটি সদসদস্যবৃন্দসহ ডেসটিনির সাধারণ ক্রেতা,পরিবেশক এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় সমসাময়িক নানা দিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনাসহ এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top