৩০-১২-২০১৬ রোজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত গাবতলি থানার উদ্যাগে সাপ্তাহিক টিম মিটিং অনুষ্ঠিত হয়।
সমসাময়িক ও সাংগঠনিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন জনাব মো. আবু রাসেল সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন গাবতলি বগুড়া।
এছাড়াও অত্র থানার থানা কমিটি সদসদস্যবৃন্দসহ ডেসটিনির সাধারণ ক্রেতা,পরিবেশক এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সমসাময়িক নানা দিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনাসহ এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।
