৩০-১২-২০১৬ রোজ শুক্রবার বিকাল ০৩ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার উদ্যোগে সাপ্তাহিক টিম মিটিং অনুষ্ঠিত হয়।
সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন জনাব মো. শাহ আলম সিদ্দীক্ব, সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন শেরপুর, বগুড়া ও জনাব মো. সোহেল রানা যুগ্নসদস্য সচিব ডিএসএমএফ গ্রীন, শেরপুর, বগুড়া।
এছাড়াও ডেসটিনির সাধারণ ক্রেতা,পরিবেশক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে এমডি ও চেয়ারম্যান স্যারের মুক্তির দাবি করা হয়।

