ডিএসএমএফ গ্রীন বগুড়া জেলার শেরপুর থানার উদ্যোগে সাপ্তাহিক টিম মিটিং অনুষ্ঠিত

S M Ashraful Azom

৩০-১২-২০১৬ রোজ শুক্রবার বিকাল ০৩ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার উদ্যোগে সাপ্তাহিক টিম মিটিং অনুষ্ঠিত হয়।

জনাব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত টিম মিটিং সাংগঠনিক মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে মুল আলোচনা উপস্থাপন করেন জনাব মো. গোলাম হোসেন মাস্টার, যুগ্নআহবায়ক ডিএসএমএফ গ্রীন শেরপুর,বগুড়া। 

সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন জনাব মো. শাহ আলম সিদ্দীক্ব, সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন শেরপুর, বগুড়া ও জনাব মো. সোহেল রানা যুগ্নসদস্য সচিব ডিএসএমএফ গ্রীন, শেরপুর, বগুড়া।

এছাড়াও ডেসটিনির সাধারণ ক্রেতা,পরিবেশক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। 
পরিশেষে এমডি ও চেয়ারম্যান স্যারের মুক্তির দাবি করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top