আগামীকাল বাউবি’র পঞ্চম সমাবর্তন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল সোমবার গাজীপুরে মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর আড়াইটায়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
 
কমনওয়েলথ অব লার্নিং (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার সমাবর্তনে বক্তৃতা দেবেন। 
 
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মাননান বিশেষ অতিথি থাকবেন। 
 
বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের পাঁচ হাজার ১২ জন নিবন্ধিত গ্র্যাজুয়েট সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
 
অনুষ্ঠানে সারাদেশ থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ, এমবিএ, বিবিএ, এম.এড বি.এড, বিএ/বিএসএস, বিএজিএড এবং বিবিএস প্রোগ্রামের উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। 
 
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্যালয় থেকে সমাবর্তনে অনেকেই অংশ নিচ্ছেন। ইতোপূর্বে এ বিশ্ববিদ্যালয়ে চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়। 
পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে গাজীপুরের সমাবর্তন স্থলে যাওয়ার জন্য ২৮টি দ্বিতল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।-বাসস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top