অর্থ কেলেঙ্কারির অভিযোগে কেরেলা অভিনেত্রী গ্রেপ্তার

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ১৩০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মালয়লম মডেল ও অভিনেত্রী ধন্যা মারি ভার্গেসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ধন্যাকে তামিলনাড়ুর নাগেরকয়েল থেকে গ্রেপ্তার করা হয়।
 
এসময় ধন্যার স্বামী জন এবং ভাই স্যামুয়েলকেও আটক করেছে পুলিশ। গতকাল এ খবর প্রকাশ করেছে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। 
 
স্যামসন বিল্ডার্স নামে ধন্যার শ্বশুর জ্যাকব স্যামসনের একটি নির্মাণ সংস্থা রয়েছে। প্রাক্তন সরকারি চাকুরে জ্যাকবকেও গত মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাদের থেকে ১০০ কোটি টাকা তোলা হয়েছে চড়া হারে সুদ দেওয়ার শর্তে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে।
 
পুলিশ জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না ধন্যার। কিন্তু তিনি ছিলেন ওই কোম্পানির অন্যতম পরিচালক। কোম্পানির ওয়েবসাইট চালাতেন ধন্যা। সেখানে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 
‘কেরালা ক্যাফে’, ‘ভাইরাম’, ‘থালাপাভু’-র মতো জনপ্রিয় তামিল ছবির নায়িকা ধন্যা যে লোক ঠকানোর ব্যবসা করতে পারেন তা মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top