জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক বিলিয়ন ডলার প্রদান করছেন বিল গেটস

Unknown
সেবা ডেস্ক:  জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্লিন এনার্জি ফান্ডে এক বিলিয়ন ডলার সহায়তা প্রদান করছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসহ বেশ কয়েকজন ধনকুবের। ক্লিন এনার্জি প্রযুক্তি বাস্তবায়নে অর্থ সংগ্রহের জন্য একটি ফান্ডের আহ্বান করেছেন বিল গেটস।
 
সেখানে যোগ দিয়েছে বিশ্বের বেশ কয়েকজন ধনী ব্যবসায়ী। যেখানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজস, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা রেড হফম্যান এবং আলিবাবার চেয়ারম্যান জ্যাক মা। তাদের মিলিত সম্পদের পরিমান প্রায় ১৭০ বিলিয়ন। রবিবার এক বিবৃতিতে বিল গেটস বলেন, আমি এমন মানুষদের সঙ্গে এই পদক্ষেপ নিতে পেরে গর্বিত। আমাদের উদ্দেশ্য পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করবে এমন প্রতিষ্ঠান গড়ে তোলা।’
 
কার্বন নিঃসরণ ও বিদ্যুৎ উৎপাদনের বিষয়েই এই ফান্ড জোর দিবে। ২০১৭ সাল থেকেই স্টার্টআপ গুলো যাত্রা শুরু করবে। গত বছর ব্যক্তিগতভাবেই এক বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন বিল গেটস। হাফিংটন পোস্ট
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top