মাননীয় স্পিকার সিপিএ সম্মেলন শেষে আজ রবিবার ঢাকা প্রত্যাবর্তন করেছেন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরিন শারমিন চৌধুরী ৬২তম সিপিএ সম্মেলন শেষে আজ রবিবার ঢাকা প্রত্যাবর্তন করেছেন। 
 
তিনি গত ১১ থেকে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর ৬২তম সম্মেলনে চেয়ারপার্সন হিসেবে যোগদান করেন। 
 
সম্মেলনে সিপিএ’র নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ যোগদান করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত, ওয়ারেসাত হোসেন বেলাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বেগম শিরীন নাঈম প্রতিনিধি হিসেবে যোগদান করেন। 
 
স্পিকার সম্মেলনের উদ্বোধন করেন এবং নির্বাহী কমিটির সভা সাধারণ এসেম্বলিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে অভ্যর্থনা জানান।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top