সেবা ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না রবিবার সন্ধ্যায় ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
এর আগে উচ্চ আদালতের জামিন আদেশের কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই শেষে সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে কারাগার থেকে জামিনে মুক্তি পান আলোচিত এই রাজনৈতিক নেতা। কারাগারের সিনিয়র জেলসুপার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

