কাজী খোরশেদ আলম, বুড়িচং: কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের লাশ দাফন নিয়ে সংঘর্ষ ও দোকান-পাট ভাংচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর সকাল ১০ টায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণশ্যামপুর গ্রামের মোঃ হোসেন মিয়া স্ত্রী নুরজাহান বেগম (৪৫) মারা যায়। তাকে বাড়ীর পাশে পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য কবর খুড়ার পর বিকাল ৩ টায় একই গ্রামের মৃত শব্দর আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল্লাহ লাশ দাফন করতে বাঁধা প্রদান করে।
এতে উভয় পক্ষে লোকজনের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে রবিউল্লাহ (৩৫) এর নেতৃত্বে তার বড় ভাই শাহজাহান (৪৫), মুমিন (৪০), শাহ আলম (৫৫), ইউনুছ মিয়ার ছেলে আশিক (২১), শাহ আলমের ছেলে জয়দল ইসলাম বাদল (২৪) হোসেন মিয়ার স্ত্রী নুরজাহান বেগমের লাশ দাফন করতে বাধাঁ প্রদান করে হামলা চালায় এতে পার্শ্ববর্তী হেলাল মিয়ার দোকান ভাংচুর করে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিসি'তি সৃষ্টি হলে বুড়িচং থানার এস আই নুরুল ইসলাম খবর পেয়ে ঘটনাস'ল থেকে মোঃ রবিউল্লাহ রবি আটক করে থানায় নিয়ে আসে।
দোকানদার হেলাল মিয়া জানান, রবিউল্লাহ রবির নেতৃত্বে সন্ত্রাসীবাহিনী লাশ দাফনে বাঁধা প্রদান করতে এসে আমার দোকানের ভাংচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।