নালিতাবাড়ী পৌরসভায় ভিটামিন ‘এ’ থেকে বাদ পড়া শিশুদের জন্য পূণরায় ক্যাম্পেইন

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভিটামিন এ ক্যাপসুল থেকে বাদ পড়ে যাওয়া নালিতাবাড়ী পৌরসভার শিশুদের ভিটামিন এ খাওয়াতে অবশেষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পুনরায় ক্যাম্পেইন পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ।


গতকাল সারাদেশের ন্যায় নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ২৭টি কেন্দ্রের পরিবর্তে মেয়রের নির্দেশে মাত্র দুটি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এমনকি কোন স্বেচ্ছাসেবক না নিয়ে শুধুমাত্র পৌর কর্মচারীদের দিয়ে ক্যাম্প দুটি পরিচালনা করা হয়। ফলে লক্ষ্যমাত্রায় থাকা ২ হাজার ৬১৭ জন শিশুর মধ্যে ১ হাজার ৮শ শিশু ক্যাম্পেইনের আওতায় আসে। আর বাদ পড়ে যায় ৮ শতাধিক শিশু। 

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে উপজেলা স্বাস্থ্য বিভাগ বাদ পড়ে যাওয়া শিশুদের জন্য রবিবার পুনরায় ভিটামিন এ ক্যাম্পেইনের আয়োজন করে।

এদিন পৌরসভার ২৪ জন কর্মীকে দিয়ে ২ জন করে ১২টি দল গঠন করে এবং ক্যাম্প স্থাপন ও বাড়ি বাড়ি সার্চ করে পর্যায়ক্রমে বাদ পড়ে যাওয়া শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। রবিবারের বর্ধিত এ ক্যাম্পেইনের মনিটরিংয়ে থাকেন উপজেলা স্বাস্থ্য বিভাগের ৪ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক। এছাড়াও ইপিআই টেকনিশিয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং শেরপুরের সির্ভিল সার্জন এ বর্ধিত ক্যাম্পেইন পরিদর্শন করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top