সেবা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, 'দেশে এখন যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তা হলে সেটি বিএনপি-জামায়াত জোটের মদদেই ঘটছে।'
শনিবার কুষ্টিয়া কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় হানিফ বলেন, 'মহান জাতীয় সংসদ সারা বিশ্বের মধ্যে একটি সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই লুই কানের নকশায় গাইড লাইন অনুযায়ী যেখানে যে স্থাপনা যে অবস্থায় ছিল তা পুনর্নির্ধারণ করা হবে। এখানে কার কবর উঠবে বা উঠবে না সেটা সরকারের বিবেচ্য বিষয়।'
বিএনপি সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীসহ সারাদেশে ২৬ হাজার নেতা কর্মিকে হত্যা করা হয়েছিল বলে দাবি করে তিনি বলেন, 'সেটি খালেদা জিয়া ভুলে গেছেন।'-বাসস।
