আতংক সৃষ্টির জন্যই সেনা মোতায়েনের কথা বলছে বিএনপি: হানিফ

Unknown
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করার জন্যই বিএনপি বারবার সেনা মোতায়নের দাবি করছে।
 
আজ রবিবার দুপুরে পিটিয়াই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
 
মাহবুব উল আলম হানিফ বলেন, জনগণ নারয়ণগঞ্জ সিটি করর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। নির্বাচনের পরই বুঝতে পারবে জনগণের সমর্থন কার দিকে আছে। আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা বলছে নারায়নগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন উৎসব মুখর পরিবেশে হচ্ছে। সেখানে নতুন করে সেনা মোতায়েন করতে হবে, এটা ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করা ছাড়া কিছুই নয়। 
তিনি বলেন, বিএনপি-জামায়ত বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই বাংলাদেশকে আজকে উন্নয়নের মহাসড়কে উপনিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মনের মধ্যে নতুন করে আশার আলো সৃষ্টি করেছে। মানুষের ভবিষ্যৎ তো এখানেই, মানুষের ভবিষ্যৎ তো নির্বাচনের মধ্যে আটকে থাকতে পারে না। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top