এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: মায়ানমারে নির্বিচারে মুসলিম রোহিঙ্গাদের উপর অমানবিক অত্যাচার ও গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর রবিবার সকালে শেরপুরের “নালিতাবাড়ী ওলামায়ে কেরাম তাওহিদী জনতা ও ইমাম পরিষদ এবং ইমাম সমিতি”র যৌথউদ্যোগে নালিতাবাড়ী শহরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সংগঠন দুটির নেতৃবৃন্দ ও সদস্য ছাড়াও বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লীসহ নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
সকালে নালিতাবাড়ী শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে শহরের উত্তর বাজার এলাকায় এক বিশাল মানববন্ধন পালিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি সাইফুল ইসলাম জিলানী, মার্কাজ মসজিদের খতিব মাওলানা ফরিদ আহাম্মদ, আলহাজ্ব মৌলভী সেকান্দর আলী, হাফেজ ইসমাইল হোসেন। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাশার।
এসময় অংসান সূচীর নোবেল পুরস্কার প্রত্যাহারসহ তার ফাঁসির দাবী জানানো হয়। একইসঙ্গে রোহিঙ্গাদের পাশে দাড়াতে জাতিসংঘসহ বিশ্বের মুসলিমদের প্রতি আহবান জানানো হয়।