ডি এস এম এফ(গ্রীন)জামালপুর সদরের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

S M Ashraful Azom

৩০শে ডিসেম্বর ২০১৬ ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন জামালপুর সদরের উদ্যোগে ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তির দাবী,ডেসটিনি গ্রুপের সকল জব্দকৃত ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার দাবী এবং ডেসটিনির ব্যবসায়িক পরিবেশ পুনরায় স্বাভাবিক গতিতে ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে লম্বাগাছ মোড় মৃধাপাড়া রোড় সংলগ্ন ডিএসএমএফ গ্রীনের অফিসে গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো. হেলাল উদ্দিন সাহেবের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে ছিলেন মোঃ মুসলিম উদ্দিন,সভাপতি,ডিএসএমএফ গ্রীন জামালপুর সদর।

আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সরাফত আলী।
  
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহাব উদ্দিন আল মাসুদ আনসারী রিপন,যুগ্ন আহবায়ক, ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুদ রানা, কো-অর্ডিনেটর, ডিএসএমএফ গ্রীন, জামালপুর জেলা ও সদস্য ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ এবং মোঃ মনোয়ার হোসেন,সভাপতি,ডিএসএমএফ গ্রীন, দেওয়ানগঞ্জ উপজেলা।


আলোচনা সভায় আরো উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন বাবু, মো. ইন্তাজ আলী, মো. আলমাছ, রানা, আমিনুল, হায়দার, আলীম, দেলোয়ার প্রমূখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top