এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : ‘খেলায় বিকশিত হোক তারুণ্য’-এ শ্লোগানে শেরপুরে তৃণমুল থেকে প্রতিভাবান টেনিস খেলোয়াড় বাছাই ও ৫ দিনব্যাপী অনুর্ধ্ব-১৪ বছর বয়সী ক্ষুদে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ শেরপুর টেনিস ক্লাবে শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেলে এ প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া সংস'ার সহায়তায় বাংলাদেশ টেনিস ফেডারেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী দিনে টেনিস খেলায় আগ্রহী এক বালিকাসহ অর্ধশতাধিক ক্ষুদে টেনিস খেলোয়াড়কে প্রশিক্ষনের জন্য বাছাই করা হয়। এদেরকে ৫ দিন প্রশিক্ষণ শেষে প্রতিভাবান টেনিস খেলোয়াড়কে এক মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ ও জাতীয় দলের বাছাইয়ের জন্য ঢাকায় পাঠানো হবে জানান কর্মসূচীর প্রধান প্রশিক্ষক রুকন উদ্দিন আহমেদ। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশিক্ষক মো. আসমত উল্লাহ ও লাল চান মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সদস্য আই কোচ বিদ্যুৎ চক্রবর্তী, শেরপুর টেনিস ক্লাবের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, সহ-সভাপতি ডা. এম এ বারেক তোতা, তরুণ শিল্পপতি সাদুজ্জামান সাদী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শেরপুর টেনিস ক্লাবের কর্তকর্তা ও শিশুদের অভিভাবকরা উপসি'ত ছিলেন।

