ঝিনাইদহে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২

Unknown
সেবা ডেস্ক:  ঝিনাইদহ সরকারী ভেটরনারি কলেজে ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের হলে থাকাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে। এর মধ্যে গুরুতর আহত ৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ সরকারী ভেটরনারি কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ (৩০ ডিসেম্বর) । এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হলে থাকাকে কেন্দ্র করে  গত রাতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
সংঘর্ষে আহতদের মধ্যে ৮ জনকে  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top