নির্বাচনে বিজয়ীদের নিয়ে মজিবুর রহমান চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

Unknown
সেবা ডেস্ক:  জেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) নিজ সমর্থিত বিজয়ী সদস্যদের নিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময় করেছেন।
 
জানা যায়, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের পাঁচটি ওয়ার্ডের চারটিতেই নিক্সন সমর্থিত প্রার্থীরা জয়লাভ করায় সেই জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে নব নির্বাচিত সদস্য সায়েদিদ গামাল লিপু, গোলাম রব্বানী পান্নু কাজী, বিউটি আক্তার ও শত শত ভক্ত সমর্থককে নিয়ে সদর বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এমপি নিক্সন চৌধুরী। এর পরে সদর বাজার ভুষিমাল হাটায় এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান মোল্লা, মো. আনোয়ার আলী মোল্লা, মো. রাসেল জামান ও মো.  মোন্নাফ হোসেন প্রমুখ।
 
এসময় এমপি নিক্সন চৌধুরী  বলেন 'এ বিজয় জনতার বিজয়, উন্নয়নের বিজয়। বর্তমান সরকার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জন্য পরিশ্রম করে যাচ্ছেন।' তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top