সেবা ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলের একটি ব্যস্ত বাজার এলাকায় শনিবার দু’টি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। এ ঘটনায় আরো ৫৩ জন আহত অবস্থায় হাসপাতালে আছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
ইরাকি পুলিশ জানায়, আল-সিনেক এলাকায় দোকান লক্ষ্য করে বোমা দু’টির বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার কয়েক ঘণ্টা পর ইসলামিক স্টেট (আইএস) এর পক্ষ থেকে দাবি করা হয়, দুইজন আইএস যোদ্ধা এই হামলা চালিয়েছে।
অক্টোবরের মাঝামাঝি সময়ের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
উল্লেখ্য, জিহাদিদের শক্তিশালী ঘাঁটি মসুলের পুনঃনিয়ন্ত্রণ নিতে ইরাকের সামরিক বাহিনী ১৭ অক্টোবর বড় ধরনের অভিযান শুরুর পর বাগদাদে কড়া সতর্কতা জারি করা হয়। বিবিসি।