সেবা ডেস্ক: জাপানে শনিবার ছয় তলার গ্যারেজ থেকে একটি এসইউভি গাড়ি নিচে পড়ে যায়। এতে গাড়িটির পাঁচ যাত্রীর মধ্যে তিন জন প্রাণ হারায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাপানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে (গ্রিনিচ মান সময় ভোর ৪টা) টোকিওর দক্ষিণে ইয়োকোসুকা নগরীর একটি পার্কিং গ্যারেজের নিচে গাড়িটি পড়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী জাপানের জাতীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে-কে বলেন, ‘গাড়িটি পড়ে যাওয়ার সময় সেখানে বজ্রপাতের মতো বিকট শব্দ হয়।’ এই দুর্ঘটনায় দুই পুরুষ ও এক নারী নিহত এবং এক যুবক ও এক বালক (১১) গুরুতর আহত হয়েছে। বাসস।