সিলেট বিমানবন্দরে ৯ কেজি ৩শ গ্রাম স্বর্ণ আটক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এক মাসের ব্যবধানে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আবারো কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান ধরা পড়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৫২ থেকে স্বর্ণের ওই চালান আটক করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
 
এর আগে গত ১৬ নভেম্বর ওসমানী বিমানবন্দর থেকে ৯ কেজি ৩শ গ্রাম স্বর্ণের চালান আটক করা হয়। ঐ সময়ও কেউ ধরা পড়েনি।
 
ওসমানী বিমানবন্দর সূত্র জানায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬টি স্বর্ণের বার আটক করা হয়। বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের কোন যাত্রী এসব স্বর্ণের বার অবৈধভাবে এনেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। আটককৃত স্বর্ণের চালানের মূল্য প্রায় কোটি টাকা।
 
গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণগুলো আটক করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top