১৩৪ কোটি ডলার ঋণ পেল শ্রীলংকা: দাতা বিশ্ব ব্যাংক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  শ্রীলংকা আগামী তিন বছরের বেশী সময়ের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে ১শ’ ৩৪ কোটি ডলার ঋণ পেয়েছে। আর্থিক সংকটের মুখে থাকা শ্রীলংকার অর্থনীতি জোরদার করতে কলম্বোকে এ ঋণ দেয়া হয়।
 
অর্থমন্ত্রী রাভি কারুনানায়েক বলেন, ‘এটা আমাদের জন্য একটি বড় বিজয় এবং নতুন সরকারের শুরু করা অর্থনৈতিক জোরদার কর্মসূচির কাজ এগিয়ে নিতে এ ঋণ আমাদের অনেক সাহায্য করবে।’ তবে এ ব্যাপারে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, নতুন সরকার গত জুন মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও দেড়শো কোটি ডলার ঋণ পেয়েছে। এ সরকার গত বছরের জানুয়ারি মাসে ক্ষমতায় আসে। এএফপি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top