আবারো পালমিরা দখলে নিলো আইএস

Unknown
সেবা ডেস্ক:  একদিন আগেই সিরিয়ার ঐতিহ্যবাহী শহর পালমিরা দখলে নিয়েছিলো জঙ্গি সংগঠন আইএস। তবে রুশ বিমান হামলায় তারা পালাতে শুরু করেছিলো বলেও জানিয়েছিলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
এরমাঝেই আবারো পালমিরা দখলে নিলো আইএস। হোমস প্রদেশের গভর্নর তালাল বারাজি জানান, শহরটির বাইরে প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। যেকোনো সময় তারা হামলা চালাতে পারে।
 
২০১৫ সাল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত পালমিরা দখল করে রেখেছিলো আইএস। আলেপ্পোর দিকে সরকারের মনোযোগের কারণে এই সুবিধা নিতে সমর্থ হয়েছিলো তারা। বারাজি বলেন, সরকারি বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে যেন আইএস পালমিরায় থাকতে না পারে।
 
এর আগে মস্কোতে রুশ প্রতিরক্ষা দফতর বলেছিল, জঙ্গী বিমান থেকে ৬৪ বার চালানো হামলায় ৩০০ জঙ্গী নিহত হয়েছে, এবং ১১টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
 
সপ্তাহের শুরুতে পালমিরায় প্রবেশের জন্য আবার আক্রমণ শুরু করে আইএস এবং শনিবার তারা শহরটিতে প্রবেশে সমর্থ হয়। এর পর যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাশিয়ার 'তীব্র' বিমান হামলার কারণে আইএস সেখান থেকে সরে গিয়ে শহরের উপকণ্ঠের কিছু ফলের বাগানে আশ্রয় নেয়। বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top