এবার ১২ হাজার টাকায় মিলবে 'নকিয়া ডি১সি'!

Unknown
সেবা ডেস্ক:  এটা আনুষ্ঠানিক ঘোষণাই, আগামী ফেব্রুয়ারিতে 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭' -এ নকিয়া ব্র্যান্ড নামে 'নকিয়া ডি১সি' উন্মোচন করবে ফিনল্যান্ড ভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সাম্প্রতিকতম লাইন্সেসধারী এইচএমডি গ্লোবাল।
 
তবে ডিভাইসটির দাম নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তাতে কি, তথ্য ফাঁসকারীরা তো আর বসে নেই। তাদের দাবি, বহুল প্রতীক্ষিত ডিভাইসটির দাম নাগালের মধ্যেই থাকছে, অর্থাৎ মাত্র ১৫০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা খরচেই কব্জা করা যাবে নকিয়ার নতুন ফোনটি। আর এই মডেলে থাকবে ১০৮০*১৯২০ পিক্সেলের ৫ ইঞ্চির সম্পূর্ণ এইচডি ডিসপ্লে ও ২ জিবি র‍্যাম।
 
ডিভাইসটির ৩ জিবি র‍্যামের আরেকটি মডেল বাজারে আসবে, যার ডিসপ্লের দৈর্ঘ্য ৫.৫ ইঞ্চি। এর জন্য খরচ পড়বে ২০০ ডলার বা ১৬ হাজার টাকা।
 
এর আগে ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়, স্মার্টফোনের ভবিষ্যৎ যে অ্যান্ড্রয়েড-ই তা বুঝতে পেরেছে নকিয়া। আর তাই নকিয়া ডি১সি-তে রাখছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ, অ্যান্ড্রয়েড ৭.০ নাগোট। এছাড়াও নকিয়া ডি১সি-তে থাকছে কোয়ালকম ৪৩০ অক্টাকোর চিপসেট, যা ১.৪ গিগাহার্টজে ক্লক করা। সঙ্গে অ্যাড্রেনো ৫০৫ জিপিইউ। আর থাকছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমরি। সব থেকে বড় কথা, নকিয়ার এই ফোনে থাকবে ফুল এইচডি ডিসপ্লে।
 
মাল্টিমিডিয়াতেও যাতে যে কোনো ফোনকে টেক্কা দিতে পারে সেজন্য ডি১সি-তে জুড়ে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top