সেবা ডেস্ক: ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক হেলিকপ্টার ও ইনফ্যান্টারি কমব্যাট ভেহিকেলস-সহ সামরিক সরঞ্জাম তৈরি করবে আমেরিকা। এমনই এক প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার পরই এ নিয়ে ভারতের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি করতে পারে আমেরিকা। ভারত ইতোমধ্যেই এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, আগামী ১৫ বছরের জন্য ওইসব সামরিক সরঞ্জাম তৈরির খরচ ধরা হয়েছে ৮০০ কোটি রুপি।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে ইনফ্যানটারি কমব্যাট ভেহিকেলস তৈরির ক্ষেত্রে সঙ্গে নেওয়া হবে ইজরায়েলকেও। ভারত এ নিয়ে ভাবনাচিন্তা করছে।
ভারত ইতোমধ্যেই আমেরিকার কাছ থেকে ২২টি অ্যাপাচে ও ১৫টি চিনুক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে। এর জন্য খরচ হবে ৩১০ কোটি রুপি। আগামী ২০১৯-২০ সালের মধ্যেই ওইসব কপ্টার ভারতের হাতে চলে আসবে।