এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ ডিসেম্বর সোমবার বিকেলে বাদশা মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপসি'ত ছিলেন, দরবেশ আলী মন্ডল, এরশাদ আলম, ফিরোজ আলম, রুহুল আমীন লিটন, শিক্ষক আহাম্মদ আলী মন্ডল, মফিজুল ইসলাম মিন্টু প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে হাতিপাগার একাদশ টিম ও আমবাগান ক্রিড়াচক্র। এতে হাতিপাগার একাদশের ৮৩ রানের টার্গেটে আমবাগান ক্রিড়াচক্র ৩৫ রানে অলআউট হয়। এ সময় শতশত ক্রিড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।
