সেবা ডেস্ক: রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে জরুরি বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। আগামী ১৯ ডিসেম্বর এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সোমবার মিয়ানমারের কূটনীতিকরা জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে আসিয়ানের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ধর্ষণ ও হত্যা সহ অনেক নির্মমতার খবর আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।
এই সব ইস্যুই উঠে আসার কথা রয়েছে বৈঠকে। ফিলিপাইনের এক কূটনীতিকও এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন। গত সপ্তাহে মালয়েশিয়াম প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক মিয়ানমারের নেত্রী অং সান সুচির তীব্র সমালোচনা করেন। নিউজ এশিয়া