নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগ চায় বিএনপি : মির্জা ফখরুল

Unknown
সেবা ডেস্ক:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকায় রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আশা করেছেন, নির্বাচনকালীন সরকার নিয়েও একইভাবে উদ্যোগ নেবেন রাষ্ট্রপতি। সোমবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এই প্রত্যাশার কথা জানান ।
 
মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে শক্তিশালী নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না।
 
মির্জা ফখরুল বলেন, তারা রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবন যাচ্ছেন। তিনি আশা করেন, তাদের দলের উত্থাপিত ১৩ দফার আলোকেই হবে এই আলোচনা এবং একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে।
 
তিনি বলেন, নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ হোক না কেন, নির্বাচনকালীন সহায়ক সরকার নিরপেক্ষ না হলে তারা কাজ করতে পারবে না। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top