সেবা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করেছে ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজ। উৎসবের ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টায় রাজধানীর খিলগাঁওয়ের (তালতলা মার্কেটসংলগ্ন) স্কুল ক্যাম্পাস থেকে বিজয় র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিজয় র্যালির উদ্বোধন করেন ঢাকা মিশন অ্যান্ড কলেজের চেয়ারম্যান এবং দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে মিলন।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মিশন অ্যান্ড কলেজের পরিচালক জাকারিয়া রিপন, নাসরিন সুলতানা, মিজানুর রহমান মোসলেম উদ্দিন, মনোয়ারা জয়া, মোরশেদুজ্জামান, অধ্যক্ষ রিয়াজ লিটন, উপাধ্যক্ষ আইয়ুব খান, শিক্ষকম-লী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।