'শিক্ষক বিহীন মেডিকেল কলেজ বন্ধ করা হবে' : নাসিম

Unknown
সেবা ডেস্ক:  রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত যে সকল বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসক, শিক্ষক এবং টেকনিশিয়ান নেই সে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
 
শনিবার কুমিল্লা মেডিক্যাল কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
 
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মুহসিনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: এম এ আজিজ, কুমিল্লা মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. মোসলেহউদ্দিন আহমেদ, বিএমএ কুমিল্লা শাখার প্রাক্তন সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু প্রমুখ বক্তব্য রাখেন।
 
মেডিক্যাল কলেজকে ধূমপান মুক্ত রাখার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ভালভাবে লেখাপড়া করে মেধাবী চিকিৎসক হয়ে দেশ ও সমাজের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।'
 
১৯৯২ সালে কুমিল্লা শহরতলির কুচাইতলিতে প্রতিষ্ঠিত কুমিল্লা মেডিক্যাল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষক ছাত্র-ছাত্রীদের এক মিলন মেলায় পরিণত হয়েছ। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top