সেবা ডেস্ক: বিরাট কোহলির ডাবল সেঞ্চুরির পর দলের বোলারদের নৈপুণ্যে চতুর্থ দিন শেষেই ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্ট জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক ভারত। কোহলির ২৩৫, বিজয়ের ১৩৬ ও জয়ন্তর ১০৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ৬৩১ রানের পাহাড় গড়ে ভারত।
ফলে প্রথম ইনিংস থেকে ২৩১ রানের লিড পায় টিম ইন্ডিয়া। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৬ উইকেটে ১৮২ রান তুলেছে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে বাকি ৪ উইকেটে আরও ৪৯ রান করতে হবে ইংলিশদের। প্রথম ইনিংসে ৪০০ রান করেছিলো ইংল্যান্ড।
বিজয়ের সেঞ্চুরি পর সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি হাঁকান কোহলি। এরপর ১৪৭ রানে অপরাজিত থেকে দিনও শেষ করেন কোহলি। তার সঙ্গী নয় নম্বরে ব্যাট হাতে নামা জয়ন্ত অপরাজিত ছিলেন ৩০ রানে। চতুর্থ দিন প্রথম সেশনেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন কোহলি। এবছরই সবগুলো ডাবল-সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারত দলপতি।
কোহলির ডাবল-সেঞ্চুরি দেখে সেঞ্চুরি করার স্বাদ জাগে জয়ন্তর। তাই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই সেঞ্চুরির স্বাদ নেন তিনি। তিন অংকে পা দিয়ে ১০৪ রানে থামেন জয়ন্ত। ফলে কোহলির সাথে রেকর্ড ২৪১ রানের জুটি ভেঙ্গে যায় জয়ন্তর। অষ্টম উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে নতুন রেকর্ড জুটি গড়েন কোহলি ও জয়ন্ত।
জয়ন্তর পর নবম ব্যাটসম্যান হিসেবে থামেন কোহলিও। ২৩৫ রানে শেষ হয় তার ইনিংসটি। ৩৪০ বল মোকাবেলা করে ২৫টি চার ও ১টি ছক্কায় দৃষ্টিনন্দন ইনিংসটি হাঁকান কোহলি। এরপর ভারতের ইনিংস গিয়ে থামে ৬৩১ রানে। ইংল্যান্ডের রশিদ ৪টি উইকেট নেন।
২৩১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৮২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। ব্যাট হাতে পাঁচ ব্যাটসম্যান ব্যর্থ হলেও, হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন জো রুট ও জনি বেয়ারস্টো। রুট ৭৭ রানে ফিরলেও, ৫০ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নিয়েছেন। ক্রিকবাজ।