বকশীগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় পুলিশ

S M Ashraful Azom
জিএম ফাতিউল হাফিজ বাবু,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টার দিকে ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈঞ্চবপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সাজু মিয়া (২৬) এবং জোদ্দারপাড়া গ্রামের রুবেল মিয়া (২৫) ওই দিন সন্ধ্যায় ১০৮৮ পিলারের কাছে যায়। এসময় ভারতের মহেন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই দুই গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায়। পরদিন শুক্রবার দুপুর ২ টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে মিলিত হন। ধানুয়া কামালপুর এলসি স্টেশন এলাকার ১০৮৪ ও ১০৮৫পিলারের মাঝে নো ম্যান্স ল্যান্ডে ওই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ধানুয়া কামালপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আমিনুল ইসলাম ও বিএসএফের পক্ষে ২৬ ব্যাটালিয়নের মহেন্দ্রগঞ্জ সাব ক্যাম্পের এসি আনন্দ কুমার পান্ডে নেতৃত্ব দেন। উভয় দেশের ৬ জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিবির পক্ষে ওই দুই বাংলাদেশি আটকের বিষয়টি ভারতীয় বিএসএফকে অবহিত করা হয়। তবে ভারতীয় পুলিশের হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়টি বিএসএফ জানেন না বলে বিজিবিকে জানিয়েছেন।

এসময় বিজিবির পক্ষে আটককৃতদের বিষয়ে দ্রুত সমাধানের জন্য বিএসএফ কর্তৃপক্ষকে বলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top