শেরপুরের ঝিনাইগাতীতে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

S M Ashraful Azom

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে চলতি রবি মৌসুমে তৈলবীজ সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠে মাঠে এখন শুধুই হলুদের সমারোহ। কৃষকের চোখে-মুখে সরিষা চাষে বাম্পার ফলনের স্বপ্ন। সমস্ত মাঠজুড়ে মৌ মৌ সুবাতাস বইছে সরিষা ফুলের গন্ধে। এমন দৃশ্য গ্রাম বাংলার প্রকৃতিকে দিয়েছে এক ভিন্ন বৈচিত্র। উপজেলার বালিয়াগাঁও, তিনানি, পাগলারমুখ, কালিনগর, পাইকুড়া, কোনাগাঁও, নলকুড়া, বনগাঁও, চতল, আয়নাপুরসহ অন্যান্য গ্রামের ফসলের মাঠ ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। কমে খরচে বেশি লাভের আশায় কৃষকরা এবার বোর ধানের জমিতে আগাম এই ফসলের চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষা চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে  জানা গেছে, এবার এ উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩শ’ ৫০ হেক্টর জমি। আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪শ’ ১৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার বালিয়াগাঁও গ্রামের কৃষক সাদ্দাম মন্ডল, জহুরল জানান, সরিষা মৌসুমে ধান চাষের উপযুক্ত জমিতে তারা সরিষার আবাদ করছেন। সরিষা তুলে নিয়ে ওই সব জমিতে তারা বোরো ধান রোপন করবেন। এছাড়া সরিষা উৎপাদনে সার কম প্রয়োগ করতে হয়, সেচ, কীটনাশক ও নিড়ানির প্রয়োজন হয় না। খরচ কম ও স্বল্প সময়ে এ ফসল হয়ে থাকে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কুরবান আলী বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার আবাদ থেকে কৃষকরা বাড়তি মুনাফা পাবেন। এছাড়া এ উপজেলার কৃষকরা সরিষা চাষে বেশি আগ্রহী হচ্ছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top