বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের পক্ষে দীর্ঘদিন ধরে বাংলাদেশ রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। তিনি বলেন, ফিলিস্তিন এখন রাজনৈতিক সমর্থনের পাশাপাশি বাংলাদেশের কাছ থেকে অর্থনৈতিক সমর্থন চাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সফররত ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালেকীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন চার্জ দ্যা এ্যাফেয়ার্স ইউসেফ এস. রামাদান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বাণিজ্যমন্ত্রী আরো জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে। জাতির পিতা যেভাবে ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিচ্ছেন।
তিনি বলেন, দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। ব্যবসায়ী পর্যায়ে উদ্যোগ গ্রহণ করলে সরকার সহযোগিতা করতে পারে।
মন্ত্রী বলেন, ফিলিস্তিনে বাংলাদেশের তেমন কোন রপ্তানি নেই, তবে খেজুর, অলিভ ওয়েল, পাথর অল্প পরিমাণে আমদানি করে বাংলাদেশ। আমদানি শুল্কও খুবই কম। ফিলিস্তিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী আরবীতে অনুবাদ করেছে, তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। -বাসস।