বুড়িচংয়ে দারম্নস সালাম ক্যাডেট মাদরাসায় সবক ও পুরষ্কার বিতরণী

Unknown
কাজী খোরশেদ আলম,বুড়িচং: গত ১ জানুয়ারী সকাল ১০টায় বুড়িচং উপজেলার প্রাণ কেন্দ্রে অবসি'ত দারম্নস সালাম ক্যাডেট মাদরাসায় সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দারম্নস সালাম ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান মাওলানা মোঃ রম্নহুল আমিন ফকিরের সভাপতিত্বে সবক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন শ্রীপুর ইসলামীয়া ফাজিল মাদ্ররাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবু সাঈদ মোঃ জসিম উদ্দিন যুক্তিবাদী, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যড়্গ আবু তাহের,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও ভরাসার ট্রাস্ট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যড়্গ মো: মোসলেহ উদ্দিন।

মাদ্ররাসার উপাধ্যড়্গ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক ও লেখক কাজী খোরশেদ আলম, রায়হান উদ্দিন,কবি আক্কাস আল মাহমুদ হৃদয়। উপসি'ত ছিলেন সহকারী শিড়্গক মাওলানা মেহেদী হাসান, মোঃ ওয়াসিম, মাহফুজুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।

মাদরাসাটি ২০১৬ সালের ইবতেদায়ী শিড়্গা সমাপনী পরীড়্গায় প্রথম বারের মতো অংশ গ্রহন করে বুড়িচং উপজেলা প্রথম স'ান অর্জন করেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top