বকশীগঞ্জের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসব পালিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে একই সঙ্গে বাল্যবিয়ে বিরোধী ও মাদক বিরোধী শপথ পাঠ করা হয়।

 শপথ বাক্য পাঠ করান বকশীগঞ্জ আবু হাসান সিদ্দিক। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দুপুরে ঐতিহ্যবাহী বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন আহমদ, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী ,

বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী সেন প্রমুখ। এছাড়াও এনএম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা , অভিভাবক ও শিড়্গার্থীবৃন্দ বই উৎসবে অংশ গ্রহণ করেন।

একই সঙ্গে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়। এনএম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ১৬০ সেট, ৭ম শ্রেণিতে ১৫০ সেট , ৮ম শ্রেণিতে ১৫০ সেট ও ৯ম শ্রেণিতে ১৫০ সেট নতুন বই বিতরণ করা হবে।

এবার ২০১৭ শিড়্গাবর্ষে বকশীগঞ্জ উপজেলার ৪৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ হাজার শিড়্গার্থীকে দুই লক্ষ পিস নতুন বই বিতরণ করা হবে।

অপরদিকে ৩১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ লড়্গ ৮১ হাজার ৪৩৪ পিস বই বিতরণ করা হবে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top