তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

Unknown
সেবা ডেস্ক:  তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান। হামলাকারীকে খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
 
তিনি বলেন, এই ঘটনায় অন্তত ৬৯ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
তুরস্ক কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো সংবাদমাধ্যমকে সংবাদ সংগ্রহ করতে দিচ্ছেনা।
শনিবার দিবাগত রাতে (১ জানুয়ারির প্রথম প্রহরে) নগরীর বেসিকতাস এলাকার রেইনা নাইটক্লাবে এ হামলা হয়। গভর্নর ভাসিপ সাহিনের দাবি, এটি একটি সন্ত্রাসী হামলা। তবে এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।
 
গভর্নর জানিয়েছেন, হামলাকারী ছিল একজন। তুর্কি ভাষার সিএনএন জানিয়েছে, সান্তা ক্লজের পোশাকে সজ্জিত ছিল হামলাকারী। বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top