সেবা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, 'লিটন দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিবের কর্মকাণ্ডের প্রতিবাদ করছিলেন। কিন্ত শেষ রক্ষা হলো না। এই জামায়াত-শিবির তাকে হত্যা করেছে।'
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কাছে এ কথা বলেন তিনি। নানক বলেন, ময়নাতদন্তের পর লিটনের মরদেহ বেলা ১১টার দিকে ঢাকায় নেয়া হবে। আগামীকাল সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিব হবে। পরে বাদ আসর সুন্দরগঞ্জে তার জানাজার নামাজ শেষে মরদেহ দাফন করা হবে।
এর আগে সকাল ৯টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেন। এখানে এমপি লিটনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে।